বিবেকে দিয়েছি তালা লেখক ✍️মোহাম্মদ মিজান ::::::::-২৯/০৭/২০২৪ --::::: আমিও অনেক লিখেছি বন্ধু করেছি অনেক প্রতিবাদ, বহুবছর পড়ে আছি প্রবাসে পাইনা জন্মমৃত্তিকার স্বাদ। এখন আর প্রতিবাদ করি না বিবেকে দিয়েছি তালা, অশ্রু জলে শিতল করি রোজ বুকের ভেতরের জ্বালা। টিনের চশমা চোখে আমার দেখি না জুলুম অত্যাচার, গভীর রাতে সেজদায় পড়ে প্রভুর কাছে দেই বিচার। দুখিনি মায়ের আত্মচিৎকার কানে আসে না আর, ভয়ের তালা আমার কানে ঝুলিয়েছে স্বৈরাচার। আমার কলম আমার নেই বন্দি যে জালিমের হাতে, নির্বিক বীরেরা লড়াই করো আমার দুআ নিও সাথে। ------:----- কুয়েত থেকে