--পরাজিত সু'শাসন --
লেখক : মোহাম্মদ মিজান "
এই সমাজ কি শুনেছে কভু
ধর্ষিতার আর্তনাদ?
সমাজপতিরা ধর্ষক বাঁচাতেই
পাতে নানান ফাঁদ ।
এ দেশে ধর্ষিতা হয় মা মেয়ে
ধর্ষিতা হয় শিশু,
ক্ষমতার বলে ছাড়া পায় দেখি
ঐ ধর্ষক নরপশু ।
স্কুল পড়ুয়া মেয়ের জন্য নিত্য
চিন্তায় থাকে অভিবাবক,
কারণ এই দেশটা শাসন করছে
অযোগ্য এক শাসক ।
বিচার হীনতার বটবৃক্ষটা আজ
শাখা ছড়িয়েছে বেশ ,
তাইতো সন্ত্রাসীদের স্বর্গ রাজ্য
এই সোনার বাংলাদেশ।
বাতাসে ভাসে ধর্ষিতার আর্তনাদ
বিচারকের কানে তুলো,
স্বার্থের কাছে সু'শাসনের বাণী
চির পরাজিত হলো।
রচনাকাল : ২০ /০৬ / ২০১৮ ইং
( লেখক কতৃর্ক সংরক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন