ফুলের নাম দিয়ে কবিতা
লেখক : মোহাম্মদ মিজান "
শাপলা মোদের জাতীয় ফুল
জলে তাহার বাস,
গোলাপ গাঁদা রজনী গন্ধা
জমিতে করে চাষ।
শিউলি বকুল হাসনা হেনা
সুরভি ছড়ায় রাতে,
বাগান বিলাস ফুল লাগাব
এবার আপন হাতে।
সন্ধ্যা মালতী - মাধবী লতা
ফুটেছে আঙিনায়,
কেয়া করবী কলাবতি বল
কোথায় পাওয়া যায়?
জুঁই চামেলি ডালিয়া কামিনী
ফুটেছে ডালে ডালে,
সূর্য্যমুখী দোলখায় দেখি
দক্ষিণা হাওয়ার তালে।
বসন্ত এসেছে জানিয়ে গেল
কৃষ্ণ-চূড়া ফুল,
অলকানন্দা আর মৌসন্ধ্যা
চিনতে করে ভুল।
জারুল গাছে পারুল উঠেছে
সায়েমা কদম গাছে,
কাঠগোলাপ আর অপরাজিতা
নুপুর পায়ে নাছে।
রচনাকাল : ২৬ / ০১ / ২০১৯ ইং
( মাহবুললা অঞ্চল - কুয়েত থেকে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন